যশোরে সাড়ে ৩শ বোতল ফেনসিডিল জব্দ,আটক ৫

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা অভিযান চালিয়ে সাড়ে ৩শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ ও র‌্যাব। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ ছোট আঁচড়া গ্রামে নতুন থানা ভবনের সামনে থেকে ৫৯ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে। আটক যুবক খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। এছাড়া দুপুর সোয়া ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের ২২ নম্বর শেড থেকে পরিত্যক্ত অবস্থায় দেড় শ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস ও এসআই আব্দুল মান্নান শার্শা উপজেলার খাজুরার জনৈক নাসিরের গ্যারেজের সামনে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেন। আটকরা হলেন, শার্শা উপজেলার সামটা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে জাহিদ আলম সুমন (৩৩) ও যাদবপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে আলম (৪০)।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় শার্শা উপজেলার কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে তারা ৫৯ বোতল ফেনসিডিলসহ তুহিন আলম বাপ্পি (২৪) নামে এক যুবককে আটক করে। আটক যুবক কাগজপুকুর কলুপাড়ার মফিজুর রহমানের ছেলে। একইদিন রাতে ভবেরবেড় এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়। আটকরা হলেন, দুর্গাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইফুজ্জামান নয়ন (২৭) ও দিঘিরপাড় গ্রামের আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী (৩৫)।