ঝিকরগাছায় বৃদ্ধার আত্মহত্যা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে গলায় ফাঁস দিয়ে মনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার বিকালে উপজেলার গদখালী ইউনিয়নের ইউসুফপুর গ্রামে। তিনি ওই গ্রামের অহেদ আলী সরদারের স্ত্রী ও নাসির উদ্দীনের মাতা।
পরিবার সুত্রে জানাগেছে, মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ বাতের ব্যাথায় ভুগছিল। এছাড়া তার এক পা ভাঙা ছিল। শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণে হয়তো তিনি ছোট ছেলে নাসির উদ্দীনের ঘরের পিছনের জামগাছের ডালের সাথে নিজের শাড়ির আচল পেচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।