জখমের তিন মাস পর ৭ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার গোবিলা গ্রামে জমি মাপা নিয়ে গোলযোগের সূত্রে একই পরিবারের তিনজনকে মারধরে জখমের ঘটনার তিনমাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের মনিরুজ্জামান ডাবলুর স্ত্রী সাবিনা বেগম ৭জনের নাম উল্লেখ করে এজাহার দিলে পুলিশ শনিবার তা নথিভুক্ত করে।
আসামিরা হলো, ওই গ্রামের মৃত ইকবালের ছেলে রাসেল (২৮), রাসেলের মা আফরোজা বেগম (৪৬), শাহ আলম (৪২), তার স্ত্রী রুমা খাতুন (৪০) ও তার ছেলে শাহজালাল (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে রহিজুল ইসলাম (৫০) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গেরপোতা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মাছুমা খাতুন (৩৬)।
এজাহারে সাবিনা উল্লেখ করেছেন, জমি নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২ জুন জমি মাপার কাজ চলছিলো। সে সময় আসামিরা অহেতুক তর্ক জুড়ে দেয়। পরে তারা তার ছেলে লিমন ওরফে লিখনকে লক্ষ্য করে একটি শাবল দিয়ে মাথায় আঘাত করতে যায়। লিখন মাথা সরিয়ে নিলে তার কাঁধে লাগে। মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে বেধড়ক মারধর করে। এ সময় তার স্বামী ডাবলু ও তিনি ঠেকাতে গেলে তাদেরও মারধরে জখম করে। সে সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ছেড়ে দেয় এবং পরে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে ফিরে মামলা করেন। এর আগেও ২৯ মে তার আত্মীয় শহিদুল ইসলাম ও তার ছেলে সাব্বিরকে মারধরে জখম করে। একেরপর এক হুমকি দেওয়ার ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত।