খুলনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আবিদা সুলতানা (৫২) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার  দিনগত রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র মো.রেজোয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। আবিদা সুলতানা বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নুরুল ইসলামের স্ত্রী। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আরএমও ডা. সুহান রঞ্জন হালদার বলেন, এ পর্যন্ত চলতি বছরে খুমেক হাসপাতালে ৯ জনসহ খুলনায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।