যশোরে নজরুল-রবীন্দ্র স্মরণে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে উদীচী পরিচালিত মুন্সি রইচ উদ্দীন সংগীত আকাদেমি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উদীচী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদীচীর শিল্পীরা রবীন্দ্রনাথ রচিত সমবেত কবিতা ‘আলো আমার আলো’ কাজী নজরুল সংগীত শিউলীতলা, ভোরবেলা, প্রিয় যায় যায় বল না দিয়ে অনুষ্ঠান মাতিয়ে তোলেন।