মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ যশোরের ভেকুটিয়া মিস্ত্রিপাড়ার বাসিন্দাদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ সোমবার সকালে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে ভেকুটিয়া গ্রামের জনৈক আব্দার হোসেনের ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে চান তারা। একই সাথে তার দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করে তাকে আটকের দাবি জানান ভুক্তভোগী ৩০ হিন্দু পরিবারের সদস্যরা।
মানববন্ধন থেকে এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলামকেও দায়ী করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন নয়ন রায় মাধাই, উজ্জ্বল, বিশ্বাসহ ভুক্তভোগী পরিবারের শতাধিক সদস্য।
মানববন্ধনে হিন্দু পরিবারের সদস্যরা বলেন, আরবপুরের ভেকুটিয়া মিস্ত্রিপাড়া এলাকায় ৩০-৩৫টি পরিবারের জমি দখল নেওয়ার চেষ্টা করছে আব্দার নামের এক ব্যক্তি। তিনি জমির কাগজপত্র জাল করে নিজের নামে লিখে নিচ্ছেন। পরবর্তীতে প্রভাব বিস্তার করে সেই জমি দখলে নেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে সাহায্য করছে বলেও দাবি করা হয়। জোর করে জমি দখল ও বাউন্ডারি ভাঙার চেষ্টার সময় হিন্দু পরিবারের ছেলে মেয়েরা বাধা দিলে তাদের ২১ জনের নামে ২২ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়েছে। যেকারণে এই সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছে এবং নিজেদের জমি হারাতে বসেছে। মিথ্যা চাঁদাবাজির মামলায় আটকের ভয়ে পরিবারের অধিকাংশ সদস্যরা ঘর ছাড়া।
মানববন্ধনে দিপক রায় বলেন, আব্দার তাদের হিন্দু সম্প্রদায়ের ৩০-৩৫ টি পরিবারের জমি জোর করে দখল করতে চাচ্ছে। এক্ষেত্রে ইউপি চেয়ারম্যান শাহারুল সরাসরি হস্তক্ষেপ করছেন। ইতোমধ্যে ওই পাড়ার নিরীহ নিরপরাধ ২২ জনের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে আব্দার। এ অবস্থায় তারা নিরুপায় হয়ে এ মানববন্ধন করেছেন।
মানববন্ধনে প্রিয়া রাণী বলেন, তিনি সরকারি মাইকেল মধুসূদন কলেজে বিবিএতে পড়াশুনা করেন। তার নামেও চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। এতে করে তার শিক্ষা জীবন ও পরবর্তী কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি দাবি করেছেন। আব্দার তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে চলেছে। হয়রানি থেকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভূমিদস্য আব্দারের বিচারের দাবিতে তাদের রাস্তায় নামা। মানববন্ধন থেকে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।