খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয় : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় প্রধানের ৭৮ তম জন্মদিন উপলক্ষে  বুধবার নগর ও সদর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে বাদ আছর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব শূূন্য করতে ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা প্রদান করে। কারণ বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে ফ্যাসিস্ট সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। যাতে করে তিনি গণতন্ত্রকামী মানুষের নেতৃত্ব দিতে না পারেন,তারা যেন নেতৃত্ব শূন্য হয়ে যায়। কিন্তু প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। যে কারণে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর দেশ নায়ক তারেক রহমান গণতন্ত্রকামী মানুষের নেতৃত্বে দিচ্ছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনিপর আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,সদস্য গোলাম রেজা দুলু,আব্দুস সালাম আজাদ,এ কে শরফুদ্দৌলা ছোটলু,অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,কাজী আজম,সিরাজুল ইসলাম,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পদাক এহসানুল হক সেতু,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু,বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান,মীর নূর ইমাম, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন,সদস্য সচিব শিকদার সালাহ উদ্দিন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর,সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান,সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।