আব্দুর রাজ্জাক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার সকালে কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় সংর্বধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল গফুর, রসায়ন বিজ্ঞানের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, শিক্ষক প্রতিনিধি ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আলফাজ উদ্দিন। পরে কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।