যশোর প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে জয় পেয়েছে নবারুণ

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের দ্বিতীয় পর্বের  বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে নবারুণ সংঘ। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তফসীডাঙ্গা ক্রীড়া চক্রকে ৪১-১৩ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সোহেল ১০টি,আব্দুল্লাহ ৯টি,লিটন ৮ টি,বোরহান ৫টি,আলীবর্দী ৪টি,শুভ ৩টি এবং বঙ্গ ও অমিতাভ ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে মিলন ৮টি,সাব্বির ৩টি এং বাপ্পি ২টি গোল করেন।