যশোর পৌরসভার মশক নিধন কার্যক্রম

0

স্টাফ রিপোর্টার ॥ মশক নিধন কার্যক্রম শুরু করেছে যশোর পৌরসভা।  বুধবার (২ আগস্ট) পৌর কর্তৃপক্ষের তরফে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে ঝোপ ঝাড় পরিষ্কারের পাশাপাশি ফগার মেশিন ব্যবহার করতে দেখা যায়। এদিন ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ এবং ৯ নম্বর ওয়ার্ডের বকচর হুশতলা এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন,গেল জুলাই মাসের মাঝামাঝি থেকে প্রথমে মশক নিধনের কীটনাশক ছড়ানোর মধ্য দিয়ে আমাদের এই কার্যক্রম শুরু হয়। পৌর এলাকার সকল ড্রেন,অলিগলি সর্বত্র কীটনাশক স্প্রে করা হয়। এরপর গেল সপ্তাহের শেষের দিকে বিভিন্ন সরকারি অফিস- আদালত চত্বর,রাস্তাঘাট, ঝোপঝাড় পরিষ্কার ও ফগার মেশিন দিয়ে মশক নিধনের কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম চলছে। এছাড়া পৌরবাসীকে সচেতন করতে প্রচার- প্রচারণা চালানো হয়েছে। এই কার্যক্রমের সার্বিক তদারকি করছেন,পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।