ডুমুরিয়ায় বালি অপসারণে দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় ওয়াপদা বাঁধের ভেতর বালি বিক্রির বেড তৈরি করায় পানি নিষ্কাশনের খাল ভরাট হয়ে গেছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জাহিদুল ইসলাম দীর্ঘদিন এখানে বালির ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী একাধিকবার পানি নিষ্কাশনের জন্যে তাগিদ দিলেও তিনি কর্ণপাত করেননি। বুধবার (২ আগস্ট) বেলা ১১ টায় বালুর বেড অপসারণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সাংবাদিক এম এ এরশাদ, আব্দুল গফুর সরদার, গোবিন্দ মল্লিক, সাধন সরকার, আনন্দ মল্লিক, বিষ্ণুপদ সরকার, অশোক সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কার্গো থেকে বালি নামানোর জন্য যে পাইপ ব্যবহার করা হচ্ছে, সেই পাইপে পানি ও বালু এক সাথে বেডে এসে পড়ছে। আর এই পানি সরানোর কোনও ব্যবস্থা না থাকায় অতিরিক্ত পানি সরকারি খালে গিয়ে পড়ছে। এ কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে উঠতি ফসলের ক্ষতি হচ্ছে।