আশুরা উপলক্ষে ঝিকরগাছায় শোভাযাত্রা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ পবিত্র আশুরা উপলক্ষে যশোরের ঝিকরগাছা শোভাযাত্রা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝিকরগাছা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ঝিকরগাছা বাজারে একটি শোভাযাত্রা বের হয়। শেষে হাসপাতাল মোড়ের ঝিকরগাছা আহ্ছানিয়া মিশন কার্যালয়ে মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা আহ্ছানিয়া মিশনের পরিচালক রেজাউল করিম রাজু। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ছেলিমুল হক সালাম, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলিম গাজী, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, আজিজুর রহমান, ফজলুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, লাভলুর রহমান, আব্দুল ওয়াহেদ প্রমুখ।