ডুমুরিয়ায় দুই দিনব্যাপী সাহিত্যমেলার উদ্বোধন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্যমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন স্বাধীনতা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। দেশের ৬৪টি জেলার ৬৪ উপজেলায় একযোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্র ও বাংলা একাডেমি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পাবলিক লাইব্রেরি খুলনার উপপরিচালক হামিদুর রহমান তুষার।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও শফিকুল আলম এবং ইফফাত সানিয়া ন্যান্সির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, ডুমুরিয়া উপজেলার ডেপুটি চন্দ্র কান্ত তরফদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফ হোসেন, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমীন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার রিনা রায়, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।