খুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ১৭

0

খুলনা ব্যুরো॥ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। আর ১২ জন ছাড়পত্র নিয়েছেন।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত রোগীর নাম শেফালি। তিনি বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা ছিলেন। গত ২২ জুলাই বেলা ১টা ২০ মিনিটে এ হাসপাতালে ভর্তি হন। আর ২২ জুলাই বিকাল ৩টায় মারা গেছেন।
তিনি আরও জানান, হাসপাতালে এখন ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আর ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২০ জন চিকিৎসা নিয়েছেন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি। কেউ সদর বা অন্য উপজেলার কোনও হাসপাতালে চিকিৎসাধীনও নেই। ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা জেলায় ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।