বাগেরহাটে ২৬ কৃতী ক্রীড়াবিদকে সম্মাননা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত বাগেরহাটের ২৬ ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (১৭ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃতী ক্রীড়াবিদদের হাতে ক্রেস্ট ও টাকা তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমাদ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকতা আসমা আক্তার,শওকত আলী বাবুসহ কৃতী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সম্মাননা শেষে জেলা প্রশাসক বলেন, যে ২৬ জন কে সম্মাননা প্রদান করা হয়েছে তারা জেলার এক একটি নক্ষত্র। বাংলাদেশ থেকে এশিয়ান গেমস এ অংশগ্রহণকারী একমাত্র পুরুষ ভারোত্তোলক নাইম বাগেরহাটের সন্তান। যা আমাদের গর্বের বিষয়। এসব খেলোয়াড়ের দিকে নজর দিতে হবে। তারা যাতে ঝড়ে না যায়, সে জন্য উদ্যোগ নিতে হবে।
ভারত্তোলনসহ ১১ টি ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রাপ্তদের ৫ হাজার টাকা ও ক্রেস্ট এবং বিভিন্ন ক্যাটাগরিতে রৌপ্যপদক প্রাপ্ত ১১ খেলোয়াড়কে ৩ হাজার টাকা ও ক্রেস্ট এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় ব্রোঞ্জপদক প্রাপ্ত ৪জন খেলোয়াড়কে ২ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।