বিএনপি নেতা আব্দুস সাত্তারের মৃত্যুবার্ষিকী আজ

0


চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তারের আজ প্রমথ মৃত্যুবার্ষিকী। মুত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও দলীয় পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আব্দুস সাত্তারের শ্যালক ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব গাজী জানান,মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ নং ওর্য়াড বিএনপির উদ্যোগে গাজী বাড়ির মোড়ে বিকেল ৪ টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মরহুমের কবর জিয়ারত শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমের স্ত্রী থানা মহিলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।