মাগুরায় জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

0

শালিখা (মাগুরা )সংবাদদাতা॥ মাগুরার ইটখোলা বাজার এলাকায় জোর করে জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মারুফ হোসেনের বিরুদ্ধে । পৈত্রিক জমি ভূমিদস্যুদের হাত থেকে দখল মুক্ত করার দাবিতে শুক্রবার (১৪ জুলাই) সকালে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মাগুরা – ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য অলিয়ার রহমানের জানান , প্রভাবশালী মারুফ হোসেন তার পিতা মৃত মো. জলিল মোল্লার কাছ থেকে ১২ শতক জমি কেনেন। কিন্তু পরবর্তীতে মারুফ হোসেন তাদের পৈত্রিক সম্পত্তির ৬০ শতক জমি জোর করে ভোগদখল করে আসছেন। বাধা দিতে গেলে তাদেরকে নানারকম ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি-ধামকি প্রদান করেন মারুফ হোসেন।
জমি দখল মুক্ত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীসহ অর্ধশত মানুষ অংশ নেন।