যশোর প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ শহীদ দিপু স্মৃতি ও আব্বাস উদ্দিন হারুন স্মৃতির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের ভৈরব গ্রুপের খেলায় দারুণ এক জয় পেয়েছে শহীদ দিপু স্মৃতি সংঘ। অন্যদিকে কপোতাক্ষ গ্রুপের খেলায় জয় পেয়েছে আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদ।
খেলা দুটি বুধবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ভৈরব গ্রুপের শহীদ দিপু স্মৃতি সংসদ বনাম আব্দুস সাত্তার স্মৃতি সংঘ। এ খেলায় শহীদ দিপু স্মৃতি সংঘ প্রতিপক্ষকে ২৯-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সুমন ১০টি,নাহিদুল ইসলাম তুফান ৯টি,শান্ত ৬টি,অনিক ৩টি এবং বনি ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে কামরুজ্জামান ১টি গোল করেন।
এ খেলায় শহীদ দিপু স্মৃতি সংসদেও খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন দলটির কর্মকর্তারা। তারা দলের এ বিশাল জয় উপভোগ করেন এবং আনন্দ উল্লাসের সাথে খেলোয়াড়দের নিয়ে মাঠ ত্যাগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ দিপু স্মৃতি সংঘের সভাপতি ওবাইদুল হক, সাধারণ সম্পাদক এ কে শরফুদ্দৌলা ছোটলু, প্রধান উপদেষ্টা আবুল বাশার সাইফুদ্দৌলা,ম্যানেজার এহতেশামুল হক পাপ্পু প্রমুখ।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় কপোতাক্ষ গ্রুপের আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদ বনাম তসবীর মহল একাদশ। এ খেলায় আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদ ৬-৪ গোলে জয় লাভ করে। খেলায় বিজয়ী দলের পক্ষে দিনার ৩টি,রোকন ২টি এবং ইমরান ১টি গোল করেন। অন্যদিকে বিজিত দলের পক্ষে মুন্না ৩টি এবং আশিক ১টি গোল করেন।