যশোর নগর যুবদলের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শংকরপুর ব্রাদার্স ক্লাব

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর নগর যুবদলের ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বকচর হুশতলা কবরস্থান মোড় সংলগ্ন একটি মাঠে ফাইনাল খেলা হয়। ফাইনালে শংকরপুর ব্রাদার্স ক্লাব ৪-১ গোলে হুশতলা ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিস শেখ রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফেরদৌস ওয়াহিদ লিটন, নগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুস সাকিব জ্যোতি, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাগর, ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, , যুবদল নেতা আসলাম হোসেন, হাদিউজ্জামান জার্জিন, নয়ন হোসেন প্রমুখ।