রামপালে আহত জাফর ইকবালের শয্যাপাশে বিএনপি নেতা ড. ফরিদ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বিএনপি নেতা জাফর ইকবালকে দেখতে যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ঢাকার পঙ্গু হাসপাতালে জাফর ইকবাল চিকিৎসাধীন । বুধবার সন্ধ্যায় ডক্টর ফরিদুল ইসলাম আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান। এ সময় তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন।
গত ২৯ জুন ঈদের দিন সন্ধ্যায় উপজেলার ফয়লাহাটে বিএনপির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন জাফর ইকবাল। তিনি রামপাল উপজেলার যুবদলের সাবেক সহসভাপতি ও রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য। বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ তার পরিপূর্ণ সুস্থতার জন্যে দোয়া করেন।