চৌগাছা-পুড়াপাড়া সড়কের বেহালদশা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার পুড়াপাড়া সড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ইট বালি খোয়া উঠে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে । অল্প বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে থাকছে, ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী সড়ক মেরামতের দাবি জানিয়েছেন।
চৌগাছা-পুড়াপাড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুড়াপাড়া বাজারকে বলা হয় চাল উৎপাদনের রাজধানী। এই বাজারে উৎপাদিত চাল স্থানীয় চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন জেলা উপজেলাতে। এ ছাড়া সড়কটি ব্যবহার করেন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার অসংখ্য মানুষ। পুড়াপাড়া ভারত সীমান্তের গা ঘেঁষা গড়ে ওঠার সুবাদে সীমান্তে আছে বেশ কয়েকটি বিজিবি ক্যাম্প। তারাও নিয়মিত সড়কটি দিয়ে উপজেলা সদরসহ জেলা শহরে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেশ কিছু স্থানে ইট বালি খোয়া উঠে সৃষ্টি হয়েছে গর্তের। সামান্য বৃষ্টিতে ওই সব গর্ত পানিতে ভরে থাকে। ফলে পথচারীসহ সব ধরনের যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সামান্য অসাবধানতায় ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন মানুষ বিকল হচ্ছে যানবাহন।
স্থানীয়রা জানান, শনিবার (২৪ জুন) সকালে বৃষ্টির পানিতে সড়কে সৃষ্ট গর্ত পানিতে ভরে ছিলো। একজন ট্রাক চালক ওই গর্তকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সড়কের নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। স্থানীয় বাসিন্দা ভুট্টা খান বলেন, চৌগাছা-পুড়াপাড়া সড়কে আন্দারকোটা হাইস্কুল সংলগ্ন, মুচি পুকুর সংলগ্ন, পুড়াপাড়া বাজারে প্রবেশ মুখসহ বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, যা পথচারীসহ সব ধরনের যানবাহন চলাচলে চরম ঝুকিপূর্ণ। সড়কটি দ্রুত মেরামত করা না হলে বর্ষার পানিতে গর্ত গুলোর পরিধি আরও বেড়ে ভয়াবহ পরিস্থির সৃষ্টি হতে পারে।
বাস চালক নজরুল ইসলাম ও মো. রাজু বলেন, সড়কের বেহালদশার কারণে অনেক সতর্কতা অবলম্বন করে চলতে হয়, তারপরও ঘটছে দুর্ঘটনা। ইজিবাইক চালক সেলিম হোসেন বলেন, যাত্রী নিয়ে ভাঙা স্থানগুলো অনেক কষ্টে পার হতে হয়। ভুক্তভোগী এলাকাবাসী পুরোদমে বর্ষা শুরুর আগে এ সব সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।