মহেশপুরে অসহায়দের মাঝে চঞ্চল এমপির চেক বিতরণ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল এলাকার অসহায় মানুষের মাঝে ১লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন। শনিবার (২৪ জুন) দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহাম্মেদ প্রমুখ। শফিকুল আজম খান চঞ্চল এমপি জানান, ‘প্রতিবারই আমার ঐচ্ছিক তহবিলের যে টাকাটা আসে আমি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একেবারেই অসহায় মানুষ খুঁজে চেকের মাধ্যমে তা প্রদান করে আসছি।