যশোরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমির জয় লাভ

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সোমবারের খেলায় জয় পেয়েছে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাইজিং স্টার ক্লাবকে ৩৮ রানে পরাজিত করে। খেলায় টস হেরে প্রথমে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ২৪ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে বাশার ৪৯,রনি ২১,নোয়াব ১৭ এবং জয় ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে রাইজিং স্টার ক্লাবের সাকিব ৩টি,হুসাইন,অন্তু ও আবির হুসাইন ২টি করে এবং সোহান হোসেন ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে সাকিব ২০,রুহিত ১৯ এবং রিয়াদ ইসলাম ১৪ রান সংগ্রহ করেন। বল হাতে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমির বাশার ৩টি,অমি ২টি এবং সজিব ও রুবেল ১টি করে উইকেট লাভ করেন। উল্লেখ্য পিচ ভিজা থাকার কারণে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে খেলা অনুষ্ঠিত হওয়ায় নির্ধারিত ৫০ ওভারের খেলা ২৭ ওভার নির্ধারণ করা হয়।