যশোরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশিকুল ইসলাম র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। রোববার (১৮ জুন) দুপুরে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিকুল ইসলাম সদর উপজেলার মধুগ্রামের আমজাদ হোসেনের ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, ২০১০ সালের ফেব্রুয়ারিতে মাগুরায় বিপুল পরিমান গাঁজাসহ আশিকুল ইসলাম র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় আদালত আসামি আশিকুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। রায় ঘোষণার সময় আশিকুল আদালতে অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই থেকে পলাতক ছিলেন আশিকুল ইসলাম। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করা হয়।