চৌগাছায় মাটি ফেলে সড়ক নষ্ট করায় ট্রাক্টর জব্দ

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় অবৈধভাবে ফসলি জমি, খাল, বিল, পুকুর এমনকি নদ খননের মাটি বিক্রি কোনভাবেই থামছে না। একটি চক্র ইটভাটা কিংবা ব্যক্তি মালিকানার নিচু জমি ভরাটের জন্যে মাটি কেটে বিক্রি করছেন। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক, নষ্ট হচ্ছে সরকারি সড়ক।
মঙ্গলবার (১৩ জুন) ভোর রাত হতে চৌগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের জিওয়লগাড়ি মাঠ হতে মাটি কেটে স্থানীয় কংশারীপুর মহল্লার জনৈক ব্যক্তির নিচু জমি ভরাটের দায়িত্ব নেন মাটি কাটা ঠিকাদার মিলন হোসেন ও তার সহযোগীরা। একাধিক ট্রাক্টরের মাধ্যমে বিলের ফসলি জমি ও পুকুর হতে মাটি কেটে তারা বহন করতে থাকেন। পৌরসভার নির্মানাধীন ডাম্পিং স্টেশনের পাশে প্রধান সড়ক হতে ট্রাক্টর বিলে নামাউঠা করায় সড়ক ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। খবর পেয়ে পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন, কাউন্সিলর সাহিদুল ইসলাম, রুহুল আমিন ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর উজ্জল ঘটনাস্থলে পৌঁছে মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করার পাশাপাশি অবৈধভাবে মাটি কাটা বন্ধ করেন। ।
প্যানেল মেয়র মো. শাহিন বলেন, একটি চক্র অবৈধভাবে মাটি কেটে ফসলি জমি, শ্মশান, সড়ক দেদারছে নষ্ট করে চলেছে। প্রশাসন এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেও ঠেকানো যাচ্ছেনা এই কর্মজজ্ঞ। মঙ্গলবার এমনই কাজে নষ্ট হয়েছে পৌরসভার সড়ক। পরে মাটি কাটার কাজে নিয়োজিত ঠিকাদাররা সড়কটি মেরামতের অঙ্গীকার করায় তাদের ব্যবহৃত সমুদয় বাহন ছেড়ে দেয়া হয়েছে।