যশোরে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে মোটরপার্টস ব্যবসায়ীর সাথে প্রতারণা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে সোলায়মান হোসেন মিলন নামে একজন ব্যবসায়ীর কাছ থেকে অর্ধলাখ টাকার মটরপার্টস নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। এ ঘটনায় ভুক্তভোগী  রোববার (১১ জুন) কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শহরের আর এন রোড মসজিদ গলি অম্বিকা বসু লেনের দিপু মটরসের মালিক সোলায়মান হোসেন মিলন জানান, গত শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে ০১৭৪৮-৬৫৪৮৭৫ নম্বরের মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে ফোন করে নিজেকে যশোর সেনানিবাসের মেডিকেল কোরের লে. কর্নেল হাফিজ হিসেবে পরিচয় দেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়দানকারী ওই ব্যক্তি ব্যবসায়ী সোলায়মান হোসেন মিলনকে বলেন যে, তিনি মিটিংয়ে রয়েছেন। তার ছেলের মোবাইল ফোন নম্বর ০১৭৩০-৯১৮৬৪৮, তাকে দোকানে পাঠাচ্ছেন। ছেলের কাছে এক্স করোলা-২০০৫ মডেলের প্রাইভেটকারের বিভিন্ন পার্টস বাকিতে দিতে বলেন। দুপুর আড়াইটায় মিটিং শেষে তিনি দোকানে এসে টাকা পরিশোধ করে যাবেন বলে সোলায়মান হোসেন মিলনকে জানান। এরপর দুপুর ১টার দিকে সেনাবাহিনীর ছেলে পরিচয়ে এক যুবক দোকানে আসেন। এ সময় সোলায়মান হোসেন মিলন তাকে ৪১ হাজার ৯৫০ টাকার মটরপার্টস দেন। ওই যুবক ইজিবাইকে করে মটরপার্টস নিয়ে যান এবং দুপুর আড়াইটা পার হয়ে গেলেও সেনাবাহিনীর কথিত কর্মকর্তা টাকা পরিশোধের জন্য দোকানে না এলে তাকে ফোন করেন সোলায়মান হোসেন মিলন। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তি আসছি বলে আর আসেননি। পরে ০১৭৪৮-৬৫৪৮৭৫ ও ০১৭৩০-৯১৮৬৪৮ নম্বরে কল দেওয়ার চেষ্টা করলে বন্ধ পান সোলায়মান হোসেন মিলন। পরবর্তীতে সোলায়মান হোসেন মিলন খোঁজ নিয়ে জানতে পারেন, যশোর সেনাবাহিনীতে ওই নামে কোনো কর্মকর্তা নেই। অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে অর্ধলাখ টাকার মটরপার্টস নিয়ে চম্পট দিয়েছেন।