যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চৌগাছা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ(টায়ার-১) ক্রিকেট লিগের চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে চৌগাছা ক্রিকেট ক্লাব।  বৃহস্পতিবার (৮ জুন) উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত লিগের ফাইনাল খেলায় পার্বন রায় ১২১ ও সোহাগের ৭১ রানের অপরাজিত ব্যাটিং তান্ডবে তারা ইয়াং ড্রাগন মার্শাল আর্টকে ৮উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় টস জিতে প্রথমে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ব্যাট করতে নেমে ২৫ ওভার ৮ উইকেটের হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে জুয়েল ৫৯, দিপু ৪৩, প্রান্ত ৪২ এবং নিপু ২২রান করেন। বল হাতে চৌগাছা ক্রিকেট ক্লাবের সানি ও কাজল ২টি করে, টুটুল ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্যে চৌগাছা ক্রিকেট ক্লাব ২১৪ রানেল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পার্বন ৮৪ বলে ৮টি চার ও ১২ ছয়ের মারে ১২১রান করেন। অন্যদিকে সোহাগ ৪২বলে ৫টি চার ও ৭টি ছয়ের মারে ৭১রান করেন। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট’র নিপু ১টি উইকেট লাভ করেন। লিগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চৌগাছা ক্রিকেচ ক্লাবের পার্বন রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোকসেদ শফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপশহর কলেজের অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শামস্-উল-বারী শিমুল, খায়েরুজ্জামান বাবু, শিমুল বিশ্বাস শিমু, ইউসুফ হাসান প্রমুখ।