ভেকুটিয়ায় জমি দখলের চেষ্টায় মামলা করে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলনে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের ভেকুটিয়া গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের জামি দখলের লক্ষ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। একই এলাকার আব্দার হোসেন নামে এক ব্যক্তি তাদের রেকর্ডিয় জমি দখল করে নিচ্ছেন বলে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার (১ জুন) প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ ধরনের অভিযোগ এনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নয়ন রায় মাধয় লিখিত বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে বংশানুক্রমে ভেকুটিয়া গ্রামের সুখে শান্তিতে বসবাস করে আসছি। আমাদের হিন্দু সম্প্রদায়ের পৈত্রিক সূত্রে পাওয়া জমি আব্দার গং নিজেদের দাবি করে আদালতে মামলা করেন। একই সাথে প্রভাব খাটিয়ে আদালতের রায় নিজের পক্ষে নিয়ে এসেছেন তিনি। এখন আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হচ্ছে। এর প্রতিবাদ করলে আব্দার ও তার লোকজন হমকিসহ মামলা দিয়ে হয়রানি করছে। এ ব্যাপারে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অজিদ দত্ত, সমীতা রায়, জগদিশ রায়, দীপক রায়, কৃষ্ণা রায়, মীতা রাণী, ফিরোজ আলী প্রমুখ।
তবে এ বিষয়ে আব্দার হোসেন দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে আরবপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সব জমির কাগজপত্র পর্যালোচনা করে একটি প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে দেখা যায় ১১০ শতক জমির মধ্যে অনুকুল গং এর রেখে যাওয়া ৩৪ দশমিক ৩৬ শতক জমি অশোক গং শুধুমাত্র ৯০ এর রেকর্ডের বুনিয়াদে মান্নান নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। ১৯২৭ ও ৬২ সালের রেকর্ডে মালিকানা অশোক গংয়ের নামে নেই। এ জমির মধ্যে ৩৪ দশমিক ৩৬ শতক জমির ক্রেতা মান্নান তার নিজ দখল বজায় রাখতে হিন্দু সম্প্রদায়কে পূঁজি করে নিজের সম্পদ রক্ষার জন্য কলহের সৃষ্টি করছেন। মান্নানের পরামর্শে মাধয় গং সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কথা রটনা করে বেড়াচ্ছেন।