যশোর খো খো লিগের উদ্বোধনী খেলায় সপ্তডিঙ্গা ও ডেন্টাল স্কয়ারের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড খো খো লিগের উদ্বোধনী দিনে পুরুষ দলের খেলায় জয় পেয়েছে সপ্তডিঙ্গা স্পোর্টিং ক্লাব। অন্যদিকে মহিলা দলের খেলায় জয় পেয়েছে ডেন্টাল স্কয়ার যশোর।বুধবার(২৪ মে) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের খেলায় মুখোমুখি হয় কারবালা যুব সংঘ বনাম সপ্তডিঙ্গা স্পোর্টিং ক্লাব। এ খেলায় সপ্তডিঙ্গা স্পোর্টিং ক্লাব ইনিংসসহ (২৬-২৩) পয়েন্টে জয়লাভ করে। নারী বিভাগের খেলায় মুখোমুখি হয় বঙ্গবন্ধু স্মৃতি সংঘ বনাম ডেন্টাল স্কয়ার। এ খেলায় ডেন্টাল স্কয়ার,যশোর (১৭ – ৫) পয়েন্টে জয়লাভ করে।
এরআগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন,যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,যশোর পৌরসভার কাউন্সিলর রাজিবুল আলম। অনুষ্ঠানে খো খো পরিষদের সভাপতি খায়রুল কবির চঞ্চলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির,সহসভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু,শহীদ আহমেদ,অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল,কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো,সদস্য খায়রুজ্জামান বাবু,নজরুল ইসলাম,রায়হান সিদ্দিকী প্রবাল,খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ প্রমুখ।