প্রবীণ বিএনপি নেতা আব্দুল খালেকের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আলহাজ কাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়েছে।  রবিবার (১৪ মে) বাদ জোহর উপশহর ডি-ব্লক সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি গত শনিবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হয় উপশহর সি-ব্লকের নিজ বাসভবনে। সেখানে তাঁর শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। জানাজা নামাজের আগে কাজী আব্দুল খালেকের রূহের মাগফিরাত কামনা ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারাপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,

জেলা কমিটির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু প্রমুখ। এসময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মরহুমের পুত্র বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন। জানাজায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য গোলাম রেজা দুলু,মিজানুর রহমান খান,এ কে শরফুদ্দৌলা ছোটলু,অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু,দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু,প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ জেড এম সালেক,অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল,বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মাশুক সাথী, মাহতাব নাসির পলাশ,হালিম রেজা,এনাম মাহমুদ খান বাবু,ব্যবসায়ী মহব্বত আলী টুটুল,শামসুল কাদের ,সাকির আলী প্রমুখ। পরে তাকে উপশহর কবরস্থানে দাফন করা হয়। কাজী আব্দুল খালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের সম্পাদক এনাম মাহমুদ খান বাবু, যশোর সোনালী অতীত ক্লাবের সভাপতি এবিএম আখতারুজ্জামান, সহ-সভাপতি সোহেল আল মামুন নিশাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মোহাম্মদ হালিম রেজা।