যশোর প্রথম বিভাগ ক্রিকেটে এরশাদ আলী স্মৃতির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের  রবিবারের (৩০ এপ্রিল) খেলায় জয় পেয়েছে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাব। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উপশহর ক্রীড়া চক্রকে ২ উইকেটে পরাজিত করে। খেলায় টস হেরে প্রথমে উপশহর ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে নির্ধারিত ২৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে সাকিব ২৯,মিরাজ ২৩ এবং আরমান ১২ রান সংগ্রহ করেন। বল হাতে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবের রিয়াজ ৪টি,আল আমিন ও সাকিব ২টি করে এবং সাব্বির ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্যে তারা ১১৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন। দলের পক্ষে ব্যাট হাতে আল আমিন ২১,সাকিব ১৬,গালিব ১৩ এবং রুম্মন ১২ রান সংগ্রহ করেন। বল হাতে উপশহর ক্রীড়া চক্রের সাকিব ও আবু সাঈদ ২টি করে,মিরাজ, ইয়াসিন ও অপু ১টি করে উইকেট লাভ করেন।