প্রথম বিভাগ ক্রিকেট লিগে শতদলের জয় লাভ

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের শুক্রবারের (২৮ এপ্রিল) খেলায় জয় পেয়েছে শতদল ক্লাব। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্ক্যাইল্যাব ক্লাবকে ৫৬ রানে পরাজিত করে। খেলায় টস জিতে প্রথমে শতদল ক্লাব ব্যাট করতে নেমে ৩২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে শামীম ৪৬,ফয়সাল ৩০,মামুন ১৭ এবং সঞ্জয় ১৬ রান সংগ্রহ করেন। বল হাতে স্ক্যাইল্যাব ক্লাবের রনি ৫টি,আবির তারিক ও রনি ম-ল ২টি করে এবং অপু হোসেন ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্যে তারা ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৪ বলে ১১৪ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে খায়রুজ্জামান ৩৫ এবং সানোয়ার রনি ৩২ রান সংগ্রহ করেন। বল হাতে শতদল ক্লাবের শামীম ৪টি,শিমুল ৩টি,সঞ্জয় ২টি এবং তৌসির ১টি উইকেট লাভ করেন।
খেলা শুরুর আগের রাতে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দেরিতে খেলা শুরু হওয়ায় নির্ধারিত ৪০ ওভারের খেলা ৩৩ ওভারে নির্ধারণ করা হয়।