বাগআঁচড়ায় সংবাদপত্র এজেন্টের দোকান ঘর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সংবাদপত্র এজেন্ট দীপক কুমার দত্তের দোকান ঘর  রবিবার (১৬) রাতে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দীপক কুমার দত্ত শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দীপক কুমার দত্ত জানান, তার পৈত্রিক সূত্রে পাওয়া রাড়িপুকুর মৌজায় দুই শতক জমিতে একটি মুদিখানা দোকান ছিলো। ওই দোকানের জমির মধ্যে তার ওয়ারিশগণ এক শতক জমি গত ২ বছর আগে ইলিয়াস কবীর বকুলের কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে ইলিয়াস কবীর বকুল পুনরায় কুদ্দুস আলী বিশ্বাস নামে অপর এক ব্যক্তির কাছে ওই জায়গা বিক্রি করেন। বাকি অংশে এক শতক জমির ওপর নির্মিত পুরনো দোকানঘরে দীপক দত্ত সংবাদপত্রের ব্যবসা করতে থাকেন। বর্তমানে তিনি তার অংশে পুরাতন দোকান ঘর ভেঙে নতুন করে ঘর নির্মাণ শুরু করেন । এ অবস্থায় গত ১৬ এপ্রিল রাতে ওই দোকান ঘরের নির্মাণাধীন দেয়াল কে বা কারা ভেঙে দেয়।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, ঘর ভাঙার বিষয়ে দীপক কুমার দত্ত নামে একজন থানায় অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।