প্রেমবাগ ইউনিয়ন বিএনপি পেল নতুন নেতৃত্ব

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদের নেতা নির্বাচন করা হয়েছে। নির্বাচিত নেতারা হলেন সভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম মান্নু ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ।
বুধবার (১৯ এপ্রিল) জেলা বিএনপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিরতিহীনভাবে বিকেল ৩ টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম ও ফিরোজ আহমেদ মিন্টু,সাধারণ সম্পাদক পদে এস এম সিরাজুল ইসলাম মান্নু ও এস এম জাকির আল নোমান এবং সাংগঠনিক সম্পাদক পদে তরিকুল ইসলাম ও আবুল কাশেম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৫৯ ভোটারের মধ্যে ৩৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম, অ্যাড. আমিনুর রহমান, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান,যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু,বিএনপি নেতা আলী হোসেন মদন,ইদ্রিস আলী প্রমুখ।