খাজুরা ঝিকরগাছা ও ডুমুরিয়ায় সড়কে নিহত ৩, আহত ১৩

0

 

লোকসমাজ ডেস্ক॥ যশোরের খাজুরা, ঝিকরগাছা ও খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
খাজুরা (যশোর)সংবাদদাতা জানান, যশোরের খাজুরায় যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ (৩৫) মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামের তোয়াফ মোল্যার ছেলে।
আহত মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, মাগুরা জেলার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাজমুল (৩০) ও শ্রীপুর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে ফারুক হোসেন (৩৮)। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৭টার দিকে রাঘবপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন। আহত বাকি বাসযাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এসে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি তাদের হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাক স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা মাগুরায় আটকে রেখেছেন বলে তথ্য মিলেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, ঝিকরগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ জন নিহত ও দুই জন ভ্যানযাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে। আহতরা হলেন, ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত-আমির আলীর ছেলে ভ্যানচালক আবু বক্কার (৬০), পদ্মপুকুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আলতাফ হোসেন (৬৫) ও চাঁপাতলা গ্রামের মৃত-মকছেদ আলীর ছেলে শামসুর রহমান কেটি (৬০)। আহতদের মধ্যে শামছুর রহমান কেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী দ্রুতগতির যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-জ-১১-০২৭৪) ঝিকরগাছা বাসস্ট্যান্ডে এসে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে (রং সাইটে গিয়ে) ওই ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ওই বাসের চাকার নিয়ে চলে যায়। এতে ভ্যানচালকসহ তিনজন আহত হন। এসময় বাসচালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ যাত্রীবাহী বাস ও রিকশাভ্যান উদ্ধার করেছে বলে জানাগেছে।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের আটলিয়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম কালাম সরদার (৩৫)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে।
চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ব্যাটারিচালিত ভ্যানে একজন যাত্রী নিয়ে চুকনগর অভিমুখে আসছিলেন তিনি। এ সময় একই দিক থেকে একটি বাস নোয়াখালী-ব-১১-০০০৯ নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক কালাম সরদার ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানের যাত্রী আহত হন। খবর পেয়ে চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকত হোসেন।