যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে মুসলিম ফ্রেন্ডসের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের  বুধবারের (১১ এপ্রিল) খেলায় জয় পেয়েছে মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবকে ১০৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে । খেলায় টস জিতে প্রথমে মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ ব্যাট করতে নেমে ৩৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে ইব্রাহিম ৩৫,শফিকুজ্জামান ২৭ এবং ফয়সাল আহমেদ ১৭ রান সংগ্রহ করেন। বল হাতে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবের রিয়াজ ও জাহিদ হাসান ২টি করে, মেহেদী হাসান, দিপ,ইমরান ও সাকিব ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্যে তারা ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ২৬ ওভারে ৮৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে রিয়াজ ব্যক্তিগত সর্বোচ্চ দুই অংকের ২০ রান সংগ্রহ করেন। বল হাতে মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘের আল-মামুন ৩টি এবং ইব্রাহিম,তানভির ও ইমরান ২টি করে উইকেট লাভ করেন।