ঝিকরগাছায় সন্ত্রাসীদের হামলায় যুবদলকর্মী জখম

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলায় যুবদলকর্মী আশরাফুল ইসলামকে (২৫) পিটিয়ে গুরুতর জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আশরাফুলকে  মঙ্গলবার (১১ রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। তিনি এখন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আশরাফুল ইসলামের মামা এখলাস হোসেন জানিয়েছেন, কয়েক মাস আগের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, মঙ্গলবার রাতে একই গ্রামের জয়নাল কাপালীর ছেলে জামির ও ইমান আলীর ছেলে সাহেব আলী তাদের বাড়িতে গিয়ে আশরাফুলের ওপর হামলা করে। এ সময় আশরাফুলের মালয়েশিয়ার যাওয়ার জন্য গচ্ছিত ঘরে থাকা প্রায় দেড় লাখ টাকা হামলাকারীরা নিয়ে গেছে বলেও জানান তিনি।