যশোরে প্রথম বিভাগ ক্রিকেট লিগে বিপণনের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের বৃহস্পতিবারের (৬ এপ্রিল)  খেলায় জয় পেয়েছে বিপণন। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এসপিকে স্মৃতি সংসদকে ৭৪ রানে পরাজিত করে। খেলায় টস জিতে প্রথমে বিপণন ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে আদ্রিব জামান বর্ণ ৬৮ এবং আরাফাত কবির ২০ রান সংগ্রহ করেন। বল হাতে এসপিকে স্মৃতি সংসদের ইস্রাফিল হোসেন ও আবিদ হোসেন ৩টি করে এবং তমাল,আবুল কালাম ও মেজবাউর রহমান ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৪ বলে ১১৯ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে নাজমুল ৪৭,আব্দুর রহমান ১৮,তন্ময় দত্ত ১৩ এবং মেজবাউর রহমান ১২ রান সংগ্রহ করেন। বল হাতে বিপণনের আদনান সামি ও হাসান ৩টি করে ,তারিক সামি ২টি এবং আসিফ হাসান ও সোহান ১টি করে উইকেট লাভ করেন। আগামীকালের খেলা ইয়াং প্যাগাসাস বনাম রেইনবো বয়েজ।