প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়াং ক্রিকেটার্সের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগে  রোববারের (২ এপ্রিল) খেলায় জয় পেয়েছে ইয়াং ক্রিকেটার্স। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা পাইওনিয়ার ক্রীড়া চক্রকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় টস হেরে প্রথমে পাইওনিয়ার ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ২৬ ওভার ৪ বলে ১৩৫ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সুমন মোল্লা ২৩,মামুন শেখ ১৭,আল আমিন খান ১৫ এবং তৌফিক হাসান ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে ইয়াং ক্রিকেটার্সের হৃদয় ও ধীমান পাল ৩টি করে,রায়হান ২টি এবং রাকিব হাসান বাবু ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে শাহরিয়ার হোসেন ৬২ এবং রাকিব হাসান বাবু ৬০ রান সংগ্রহ করেন। পাইওনিয়ার ক্রীড়া চক্রের রাসেল হোসেন ১টি উইকেট লাভ করেন।