মধু সংগ্রহে আজ সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে আজ শনিবার (১ এপ্রিল)  থেকে শুরু হচ্ছে মধু সংগ্রহের র্কাযক্রম । বন-বিভাগ থেকে পাশ নিয়ে মৌয়ালরা মধু সংগ্রহে সুন্দরবনে যাত্রা করবেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরে আলম জানান,বুড়িগোয়ালিনী বন অফিসসহ ৪টি স্টেশন অফিস থেকে মৌয়ালরা মধু আহরণের অনুমতি সংগ্রহ করে সুন্দরবনে যাচ্ছেন। খুলনা ডিএফও অফিস থেকে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়েছে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২শ ৬৫ কুইন্টাল মোম। আর পূর্ব খুলনা রেঞ্জের জন্যে ৭ শ কুইন্টাল মধু ও ১শ’ ৭৫ কুইনটাল মোম সংগ্রহের র্টাগেট দেয়া হয়েছে। আর মৌয়ালদের নিরাপত্তার জন্যে বনবিভাগ বনের মধ্যে সব ধরনের নিরাপত্তা নিশ্চত করেছে বলে জানিয়েছেন ।
সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, দেশে মধু উৎপাদনের অন্যতম প্রধান ক্ষেত্র হলো সুন্দরবন। প্রতি বছর উপকূলীয় বিপুল সংখ্যক মৌয়াল বন বিভাগের অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। মৌমাছিরা বিভিন্ন গাছ-গাছালিতে মধুর চাক তৈরি করে। সুন্দরবনে খলসি,গরান,বাইন,কেওড়া ও গেওয়া ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে মৌমাছিরা। প্রতি বছর ১লা এপ্রিল থেকে মধু সংগ্রহের মাস শুরু হয়ে মে মাস পযন্ত দুই মাস মৌয়ালরা সুন্দরবনে মধু সংগ্রহ করে থাকেন। মৌয়ালরা সুন্দরবনে গিয়ে যাতে বেশি পরিমাণ মধু সংগ্রহ করতে পারেন আর সরকারের যাতে বেশি রাজস্ব আয় হয় সেজন্যে বন বিভাগের পক্ষ থেকে মৌয়ালদের নিরাপত্তার সব ব্যবস্থা নেয়া হয়েছে।