এনআরবি ব্যাংকের ঋণ বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ এনআরবি ব্যাংকের ১০,৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের জন্যে আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যশোরের গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার ( ২২ মার্চ ) ব্যাংকটির যশোর শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের মাঝে এই ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার এবং হেড অফ এসএমই ও এগ্রি ব্যাংকিং এ এম জাহেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকটির যশোর শাখার ব্যবস্থাপক সৌমিত্র বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
১১ জন গ্রাহকের মাঝে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত মোট ২০ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।