ঝিকরগাছায় নারীর দক্ষতায়ন প্রকল্পের শোভাযাত্রা ও সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নারীর দক্ষতায়ন প্রকল্পের উদ্যোগে সোমবার ( ২০ মার্চ ) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় নারীর দক্ষতায়ন প্রকল্পের বাস্তবায়নে এদিন সকালে পদ্মপুকুর পশ্চিমপাড়ায় অনুাষ্ঠিত আলাচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নারী সমাজের সভাপতি মারুফা আক্তার শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা থানার পুলিশ ইনস্পেক্টর (তদন্ত) ওহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উলাসী সৃজনী সংর্ঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন অফিসার আরবআলী। বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা শাখার সভাপতি সাজ্জাত নুরুল হক বিন্তু, উলাসী সৃজনী সংঘের রিজিওনাল কো-অর্ডিনিটের মো. আনছিুজ্জামান প্রমুখ। আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পদ্মপুকুর পশ্চিপাড়া থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয় হয়ে সভাস্থলে এসে শেষ হয়।