রাজগঞ্জের সড়কে ট্রলি ও ট্রাক্টর বাড়াচ্ছে দুর্ঘটনা

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর)॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের সড়কগুলোতে দিনদিন ট্রলি ও ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়েই চলেছে। যার ফলে বাড়ছে মারাত্মক দুর্ঘটনা। জানা যায়, প্রধান সড়ক থেকে শুরু করে রাজগঞ্জ অঞ্চলের গ্রামীণ জনপদে এসব যানবাহনের অত্যাচারে অতিষ্ঠ চলাচলরত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ। সাধারণ মানুষের অভিযোগ, প্রশিক্ষিত চালক ছাড়া এ ধরনের যানবাহন চালানোর কারণে প্রতিনিয়তই এ উপজেলার ১৭টি ইউনিয়নের কোন না কোন স্থানে দুর্ঘটনা ঘটছে।
মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ তাজু হোসেন বলেন, এই অবৈধ যানবাহনের কারণে গত ২১ ফেব্রুয়ারি রাজগঞ্জ শ্মশান মোড়ে অবস্থিত মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির দুই মেধাবী ছাত্র জামতলা মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই এক ছাত্র প্রাণ হারায়। অপর ছাত্র এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা বলেন, এই বাহনে করে খোলা অবস্থায় প্রধান সড়কের ওপর দিয়ে ইট,বালি ও মাটি বহন করা হচ্ছে। এতে করে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বনী ইসরাইল বলেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনার কারণ এই অবৈধ যানবাহন। সড়কে ট্রলি বা ট্রাক্টর চলাচল কিম্বা পণ্য সামগ্রী বহনের কোন অনুমতি নেই। পুলিশের পক্ষ থেকে একাধিকবার ট্রলি ও ট্রাক্টর চালকদের নিষেধ করা হয়েছে। কথা শুনলে ভালো, না শুনলে চালক ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।