ভেড়ামারায় ডাকাতি

0

ভেড়ামারা সংবাদদাতা॥ কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত।
এলাকবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর মুন্সীর গেট এলাকার শাহাবুদ্দিন নাসুর বাড়িতে শুক্রবার ভোররাতে ডাকাতি হয়েছে। বাড়ির সদস্যদের জিম্মি করে বাড়ির ৮টি ঘর তছনছ করে নগদ টাকা, গহনা ও একটি মোটরসাইকেল নিয়ে যায় তারা।
নাসুর ভাবি মৃত সেলিম মুন্সীর স্ত্রী আইনুন নাহার মেরি জানান, রাত ৩টার দিকে সেহরি খাওয়ার জন্যে উঠেছিলেন। সেহরি খাওয়ার পর বসেছিলেন। ভোররাতে ডাকাতরা বাড়ির দেয়াল টপকে ভেতরে এসে তাকেসহ তার দেবর ও ছেলেকে জিম্মি করে টাকা পয়সা ও গয়না খুঁজতে থাকে। ঘন্টা খানেক পরে তারা সবঘরের আলমারি, ওয়ারড্রব ভেঙ্গে তছনছ করে এবং হাতের চুরি, দুল ও আংটি ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।
সংবাদ পেয়ে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটাকে ডাকাতি না বলে দস্যুতা বলা যায়। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।