কপিলমুনিতে পাখি শিকাররোধে লিফলেট বিতরণ

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছার কপিলমুনিতে পাখি শিকাররোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে ১০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার কপিলমুনি নতুন বাজার, গদাইপুর বাজার ও আগড়ঘাটা বাজারে লিফলেট বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, ঐশী আক্তার লিমা, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, রাবেয়া অক্তার, পরিবেশ কর্মী কার্তিক মন্ডল, কওসার আলী, শাহিনুর রহমান, তাপস দেবনাথ প্রমুখ।