চাঁচড়ায় আ.লীগ নেতার ক্ষেতে দেয়া বিষে অর্ধ শতাধিক মুরগির মৃত্যু !

0

 

মাসুদ রানা বাবু ॥ যশোর শহরতলী চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়লের বিরুদ্ধে রবি শস্যের ক্ষেতে বিষ প্রয়োগ করে অর্ধশতাধিক গৃহপালিত মুরগি হত্যার অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ঘটনায় তার ভাইপো আব্দুল মান্নান মোড়ল, আব্দুল কাদের মোড়ল ও সেলিম মোড়ল জড়িত রয়েছেন এমন অভিযোগ ক্ষতিগ্রস্থদের। বরিবার এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। অভিযুক্তরা এ ঘটনার দায় স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ক্ষতিপূরণ দিয়ে মীমাংসা করার চেষ্টা করলেও ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা তা প্রত্যাখ্যান করেন। ক্ষতিগ্রস্থ চাঁচড়া ইউনিয়নের তফসীডাঙ্গা গ্রামের গৃহবধু মুক্তা খাতুন, জেসমিন আক্তার, ছবিরননেছা জানান, তাদের বাড়ির পাশে আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী মোড়লসহ তার তিন ভাইপো আব্দুল মান্নান মোড়ল, আব্দুল কাদের মোড়ল ও সেলিম মোড়লের চার বিঘা জমির একটি মসুর ক্ষেত রয়েছে। ক্ষেতে আশেপাশের বাড়ির মুরগি যাওয়া ঠেকাতে বরিবার কোন এক সময় তারা চাচা ভাইপো মিলে ক্ষেতের চারপাশ দিয়ে বিষ মেশানো ধান রেখে আসেন। ওই ধান খেয়ে মোট ৯টি পরিবারের ৭০ থেকে ৮০ টি মুরগী মারা যায়। আরও অসংখ্য মুরগী অসুস্থ হয়ে পড়ে।  সোমবার সকালে মুরগি রাখার ঘরের দরজা খুলতেই মুরগি মারা যাওয়ার বিষয়টি তাদের নজরে পড়ে। পরে তারা মসুর ক্ষেতে গিয়ে ধানের সাথের বিষ মেশানোর বিষয়টি আঁচ করতে পারেন। ঘটনাটি জানাজানি হওয়া মাত্র চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, সদস্য আব্দুর রহিমসহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে যান। অভিযুক্তরা বিষয়টি বেগতিক দেখতে পেয়ে ভুল স্বীকার করে তাদের সামনে ১৫ হাজার টাকা ক্ষতি পূরণের কথা বললেও ক্ষতিগ্রস্থরা প্রত্যাখ্যান করেন।