ঝাঁপার প্রবাসী আকরামুজ্জামানের ক্যান্সারে মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার বৃহত্তর ঝাঁপা গ্রামের রেমিট্যান্স যোদ্ধা আকরামুজ্জামানের জীবন সংগ্রামের চাকা থেমে গেছে। প্রাণঘাতি ক্যান্সারের কাছে হার মেনে শুক্রবার গভীর রাতে তিনি ভারতের একটি হাসাপাতালে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে তার মৃত্যুর সংবাদে স্ত্রী, তার দুই সন্তানসহ পরিবারের অন্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। সকলেই তার শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে তার বাসভবনে ছুটে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আকরামুজ্জামান ঝাঁপা গ্রামের রজব আলীর মেঝ ছেলে ও ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের বড় জামাতা।
স্বজনরা জানান, ২০২২ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পরে ভারতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে তার শরীরে মরণব্যাধী ক্যান্সার ধরা পড়ে। প্রথম অবস্থায় চিকিৎসা গ্রহণ শেষে তিনি দেশে ফেরেন। চলতি মাসের প্রথম দিকে তিনি আবারও ভারতে চিকিৎসা নিতে যান । সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য রেমিট্যান্স যোদ্ধা আকরামুজ্জামান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকুরি না পাওয়ায় বেশ কয়েক বছর আগে ভাগ্যের সন্ধানে সিঙ্গাপুরে যান।