মহেশ্বরপাশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0

ফুলবাড়ীগেট সংবাদদাতা॥ মহেশ্বরপাশা খানাবাড়ী এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নাঈম হোসেনের(১৯) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে কেসিসি ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম বাড়ির মালিক ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেনের বড় ভাই মো. বিল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. শেখ আফিল উদ্দিন জানায়, আমার ছেলে রিয়াজুল ইসলাম কবুতরের খাবার দিতে গিয়ে দেখতে পায় নির্মাণাধীন ভবনের ৩য় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন।
শুক্রবার এশা বাদ খানাবাড়ী ঈদগহে জানাজা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়।