বাঘারপাড়ায় পুলিশ পরিচয়ে প্রতারণা

0

 

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপড়ায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। রেশনের চিনি বিক্রির কথা বলে এক মিষ্টির দোকান থেকে ২০হাজার টাকা নিয়েছে এক প্রতারক। রবিবার সকালে উপজেলা সদরের চৌরাস্তায় কুণ্ড মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন দোকানের মালিক পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সুবল কুন্ডুর ছেলে উত্তম কুন্ডু।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের চৌরাস্তায় (বাস স্ট্যান্ড) ‘কুন্ডু মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি মিষ্টির দোকান পরিচালনা করেন উত্তম কুন্ডু ও উজ্জল কুন্ডু। রবিবার সকালে দোকানের দায়িত্বে ছিলেন ছোট ভাই উজ্জল। এদিন সকাল ১০টার সময় মাথায় হেলমেট পরে নিল রঙের জ্যাকেট গায়ে দিয়ে ও কালো রঙের পালসার মোটরসাইকেলে দোকানে আসেন এক ব্যক্তি। তিনি নিজেকে বাঘারপাড়া থানার পুলিশ পরিচয় দেন। এ সময় তিনি (অজ্ঞাত নামা) উজ্জলকে বলেন, থানায় পাঁচ বস্তা রেশনের চিনি আছে। যদি দরকার হয় তবে থানায় আসেন এবং ২০হাজার টাকা দেন। এরপর উজ্জল বড় ভাই উত্তমের ফোনে কল করলে পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি ফোনটি নিয়ে কথা বলেন। ফোন ছেড়ে দিয়ে ওই ব্যক্তি উজ্জলকে বলেন, আপনার বড়ভাই ২০হাজার টাকা এবং আমার সাথে ভ্যান থানায় পাঠিয়ে দিতে বলেছেন। সরল বিশ্বাসে উজ্জল টাকাটা দিয়ে দেন। এবং ওই ব্যক্তির সাথে একটি ভ্যান পাঠিয়ে দেন। এরপর রুমের চাবি আনার কথা বলে ভ্যানচালককে থানার গেটে বসতে বলেন। ভ্যানচালক দীর্ঘক্ষণ বসে থেকে আবার মিষ্টির দোকানে ফিরে আসেন।
এ বিষয়ে বড়ভাই উজ্জল কুন্ডু বলেন, ফোনে আমি ওনাকে দোকানে থাকতে বলেছি। এও বলেছি, দোকানে এসে টাকাটা দিচ্ছি। কিন্তু আমার ভাইকে মিথ্যা কথা বলে টাকাটা নিয়ে সে রায়পুরের দিকে চলে গেছে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার অফিসার ওসি ফিরোজ উদ্দিন বলেন, ভবিষষ্যতে কোনো ব্যবসায়ী এরকম পরিস্থিতির মধ্যে পড়লে অবশ্যই তারা যেনো বিষয়টি থানাকে অবহিত করে। এ জন্য প্রত্যেক দোকানে পুলিশের মোবইল ফোন নম্বর সংরক্ষণের পরামর্শ দেন এ পুলিশ অফিসার।