রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

 

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ বুধবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পালিত হলো যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০টায় বিদ্যালয় চত্তরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারিদের অংশগ্রহনে একটি শোভাযাত্রা বের হয়।  উদ্বোধনকালে প্রধান শিক্ষক মাছুদ কামাল তুষার বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শূন্য থেকে এই স্বনামধন্য বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা বেশি অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতায় খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে চাই। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।  সকাল ১১টার আলোচনা সভা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ রহমতুল্যাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী শিক্ষক আমীর আলী খাঁন ও শাকিলয়ারা বেগম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা ও মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, রাজগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ওসমান গণি, রাজগঞ্জ মডেল ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, খালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রশীদ,সমাজসেবক খলিলুর, আব্দুল মাজিদ, অবসরপ্রাপ্ত সেনা অফিসার দিদার বকস ও মশিউর রহমান খাঁন মোহন ও অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নওশের আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদ কামাল তুষার ও নুরুল ইসলাম নাহিদ।